প্রিয়তমা,
আমি তোমাকে অনেক ভালোবাসি ।
সে কথা আজ পর্যন্ত তোমাকে বোঝাতে পারিনি ।
হয়তো আমার ভালোবাসা তোমার কাছে নগন্য ছাড়া আর কিছুই না ।
তবে এখনো আমি তোমাকে ভালোবাসি ঠিক প্রথম দিনের মতো ।
আমি এখনোও তোমাকে প্রত্যেকটা পুহুর্ত জুড়ে মনে করি আগের দিন গুলোর মতো ।
তার বিনিময়ে আমি কিছুই পাইনি তোমার কাছে । তোমার কাছে যা পেয়েছি তা হলো কষ্ট নামক একটা অভিশাপ ।
আমি যতোবার ভালোবাসি বলে তোমার কছে গিয়েছি তুমি ঠিক ততোবারই আমাকে উপহাস করেছো ।

তারপরেও অগনিত কষ্ট আর অবহেলা বুকে চেপে রেখেও ভালো থাকার মিথ্যা অভিনয় করেছি ।
কখনো বুঝতে দেইনি কতটা কষ্টে আছি আমি । তুমি কখনো বুঝতেও চাওনি কিসে আমার কষ্ট ।
তুমি কখনো এটাও বুঝতে চাওনি কোন বিষয় গুলো আমার ভালো লাগে । আসলে সত্য কথা বলতে তুমি আমাকে ভালোই বাসোনি কোনোদিন ।
হয়তোবা আমি তোমার যোগ্য নই । যদি যোগ্যই হতাম তহলে এতে বেশি অবহেলিত হতাম না তোমার জীবনে ।
একটা কথা কি জানো ? এই পৃথিবীতে কেউ ব্যাস্ত নয় । কে কাকে কতোটা সময় দেবে এটা বির্ভর করে প্রয়োজনের উপরে । প্রয়োজন মনে হলেই প্রিয়জনের সাথে কাটানো যায় অনেকটা মুল্যবান সময় । যেটা আমি তোমার কাছ থেকে কখনো পাইনি ।