Bangla Sad Shayari — Love❤️ Sad | Sad Shayari Bengali

০১. ঘুমাচ্ছে, কেউ ঘুম খুজছে,আর. উজ্জ্বল ঘুমিয়ে পরা মানুষটাকে খুজছে।

০২. কার সুখে সুখী হয়ে আজীবন থাকবে চোখের জলে তুমি সারা জীবন ভাসবে নাই বা থাকলো স্মৃতি টুকু আমার শুনে লাভ কি এই বুকের হাহাকার ।

০৩. ভালোবাসার রাজ প্রাসাদে তুমি ছিলে রানী, আমার এখন ধূ ধূ মরুভূমি ।

০৪. চলে গেছো তুমি মন থেকে অনেক দূরে চেয়েছিলাম থাকতে কাছে গেছো তুমি সরে শুধু হৃদয় জানে আর আমি জানি আমার ভালোবাসা কতো দামী ।

০৫. আমি স্বপ্ন দেখে যায় তুমি স্বপ্ন ভেঙ্গে দাও ভাঙ্গা গড়ার খেলায় তুমি কি সুখ খুঁজে পাও, তোমার কাছে এসেছিলাম অনেক আশা নিয়ে অবশেষে ফিরিয়ে দিলে হৃদয়হীনা হয়ে ।

Sad Shayari Bengali
Sad Shayari Bengali

০৬. ঝিরি ঝিরি মৃদু হাওয়া যেমন আস্তে আস্তে হয় ঝড় আপন মানুষ তেমনি ধীরে ধীরে হয়ে যায় পর ।

০৭. হাজার তারা আকাশে ছড়ানো মনেতে জড়ানো শত বেদনা কেউ ভালোবেসে কাছে এলোনা হৃদয়ে হাত রেখে বলেনা কেঁদোনা ।

০৮. এক বুক আশা নিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে তোমাকে করেছি আপন নেই তোমার দেখা সবই লাগে ফাঁকা খোঁজে তোমাকে দু নয়ন ।

০৯. কোরেছিলে মন নিয়ে কতো খেলা ফিরে দেখলে না যাবার বেলা চলে গেলে হাত টা ছেড়ে ধরলে না আবার ফিরে ।

১০. খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না মনের এতো জ্বালা, মন আর শয় না পাখির জ্বালা কেনো আর কম হয় না খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না ।

১১. আকাশের নীল পাখি আকাশেই উড়ে যায় মন কেনো আজ শুধু তোমাকেই ছুঁতে চায় আকাশের নীল পাখি মাটিতে তো আসে না মনের খাঁচায় কেনো ধরা তো দেয়না ।

১২. জীবনে কখনো দুটি জিনিস নষ্ট করতে নেই, একটি হৃদয় অন্যটি সম্পর্ক, হৃদয় নষ্ট হলে মানুষ একবারে মোর যায়, সম্পর্ক নষ্ট হলে মানুষ তিলে তিলে মরে।

১৩. এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে।
কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়।
১৪.লোবাসা শব্দটি শুনলেই যদি তোমাকে মনে পরে তাহলে আজও বলবো তোমাকে ভালোবাসি। আজও তোমায় নিয়ে দেখা কতগুলো স্বপ্নকে মিস করি। আজও একটা ফোন কল এর অপেক্ষা করি, তোমার হ্যালো বলা কণ্ঠটা মিস করি, আজও মিস করি তোমায়।
১৫.আমি থাকবো কালো মেঘের আড়ালে, কষ্ট নিওনা কখনো বৃষ্টি ঝরলে, জোসনা রাতে নদীর জলে গিয়ে দেখবে মোর ছবি, ভাসছি নীল আকাশের চাঁদ হয়ে।

Leave a Comment