প্রিয় প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা ।
জানিনা কেমন করে চিঠি লিখতে হয় তবও আজকে কিছু মনের কথা, আমার হৃদয়ে জমে থা কা প্রকাশ করবো ।
প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফিলেছি আর এই ভালোবাসা নিয়ে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত বাঁচতে চায় ।
জানি তুমি আমার কথা শুলো বিশ্বাস করবেনা কিন্তু আমি বলবো, দিনের সূর্য যেমন সত্যি, রাতের তারা যেমন সত্যি, আমার কথা গুলো সেরকম সত্যি তুমি বিশ্বাস করো আর না করো আমি জানি তুমি আমাকে ভালোবাসোনা, যদি একটু ভালোবাসতে তহলে আজ তুমি আমাকে ছেড়ে অন্যের কাছে যেতে পারতে না ।
তারপরেও লিখে প্রকাশ করছি আমার মনের সকল আবেগ ও ভালোবাসার অশ্রু মনে পড়ে যেদিন তুমি আমাকে প্রথম বলেছিলে ভালোবাসি, সেদিন আমার জীবনের সবচাইতে সুন্দর দিন আর এই কথাটি সোনার পর আমার হৃদয়ে একটা প্রশান্তির বাতাস বয় গিয়েছিলো ।

তখন মনে হয়েছিল যে তোমার এই ভালোবাসার হাতটি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বোনা ।
যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন এই হৃদয়ে তোমাকে আপন করে নিয়ে ছিলাম তোমার প্রতি আমার যে বিশ্বাসটা স্থাপন করেছিলাম সেই বিশ্বাসটা এখনো পর্যন্ত আছে তুমি আমার কাছে হাজারো ভুল করলে তা আমার কাছে ভুল নয়, আমি ভাববো তুমি সেটা না বুঝে করেছিলে কারণ আমি তোমাকে ভালোবাসি ।
যাকে ভালোবাসবে তার ভালো ও খারাপ দিক দুটো মিলিয়ে ভালোবাসবে, তা নাহলে সেটা ভালোবাসা নয় ক্ষণিকের চাহিদা ।
আমার হৃদয়ে দরজা সারাজীবন খোলা থাকবে তুমি যদি আসতে চাও তাহলে তোমাকে কখনো ফিরিয়ে দেবনা কারণ আমি তোমাকে ভালোবাসি । আমি তোমাকে কোনো দিনও অভিশাপ দেবো না করণ হয়তো বা আমারই কোনো ভুল ছিলো আমার করণে আজ তুমি আমাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেছো ।
breakup love letter in bengali
তারপরেও তোমাকে নিয়ে সর্বক্ষণ ভাবতে ভালোলাগে তোমার সেই পুরনো ছবি গুলো এখনো আমার কাছে রয়ে গেছে । যখনই তোমার কথা খুব মনে পড়ে তখনই তোমার ছবি গুলো দেখি, আর অনুভব করি তুমি মনে হয় আমার পাশেই আছো ।
তোমার আজও মনে পড়ে নদীর ধারে তুমি আর আমি একাকি বসেছিলাম তোমার কোলে মাথা রেখে শুয়ে ছিলাম আর তুমি মথাই হাত বুলিয়ে দিয়েছিলে, তোমার কি মনে পড়ে সেই নেীকা ভ্রমণের কথা কতো সুন্দর ছিল সেই রঙিন মুহূর্ত গুলো ।
কিন্তু ভাগ্যের কি নির্মন পরিহাস দেখো আজ আমি একা আজ আমার পাশে তুমি নেই আমার হৃদয়ের বুক ভরা কান্না দেখার মত কেউ নেই, কেউ ফোন করে বলবে না আজ তুমি খেয়েছো কিনা, সত্যি আজ আমি বড়ো একা ।
তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে শুতে গেলে মনে পড়ে, খেতে গেলে মনে পড়ে উঠতে বসতে সবসময় তোমার কথা মনে পড়ে ।
তোমার সেই মিষ্টি হাসি আর চোখের চাহনি আমি আজও ভুলতে পারিনি কেনো তুমি এমন করলে, আর কিছুটা দিন অপেক্ষা করা যেত না মনের আবেগে অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও ।
বিদায় বেলাই একটা কথা বলতে চাই ভালো থেকে, সুখে থেকো, তোমার সুখী জীবন কামনা করি
ইতি
তোমার ভালোবাসার কাঙাল