ব্রেকআপ মোটিভেশন – breakup motivation । Move on after Breakup – Bangla Motivational speech

ব্রেকআপ মোটিভেশন

ব্রেকআপ করে দিলে…..
তোমাকে এত ভালবেসেছিলাম আর তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারলে ।
এত কথা দেওয়া এত প্রমিস সব ভুলে গেলে ভুলে গেলে তুমি বলেছিলে যাই হয়ে যাক আমি কোনদিন তোমাকে ছেড়ে যাব না ।

আজ একদিনে সব শেষ করে দিলে, আমি কি দোষ করেছিলাম বলো, শুধু তো তোমাকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না ।

তাহলে কেন এরকম করলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবোনা, আমি কোনোকিছুতে মন দিতে পারছি না, কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না ।

না পড়ায় মন বসছে নাতো কাজে তুমি যদি না আসো আমার সবকিছু শেষ আমার জীবনটা এখানেই থেমে যাবে, এত চোখের জল ফেলছি ভালো লাগছে তো তোমার, তোমার কাছে হাতজোড় করে বলছি দয়া করে ফিরে এসো ।

Move on after Breakup

Wait
তুমি কার কাছে হাতজোড় করে নিজের ভালোবাসার ভিক্ষা চাইছো, সেই মানুষটার কছে যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, তুমি কার জন্য প্রমিদিন চোখের জল ফেলছো সেই Selfish মানুষটার জন্য যার কাছে তোমার Emotion এর কোনো মূল্য নেই, তুমি কার জন্য নিজের জীবনের সবকিছু থামিয়ে রেখেছো, তার জন্য যে ব্রেকআপ এর পর দিব্যি অন্য একজনের সাথে ফেসবুকে ফটো দিচ্ছে ।

নিজেকে এখনই একটা প্রশ্ন করো তো আজ থেকে বেশ কয়েক বছর আগে তুমি নিজের কাছে জীবনে বড় কিছু করার যে প্রমিস টা করেছিলে আজকে তার কি হলো ।

তখন কি নিজেকে বলেছিলে জীবনে কেউ এসে কষ্ট দিলে এক মুহূর্তে আমি আমার সব ইচ্ছে সব স্বপ্ন ভুলে গিয়ে জীবনকে সেখানেই থামিয়ে রাখবো ।
প্রথম স্যালারি টা পেয়ে যখন মায়ের হাতে এসে দিয়ে বলেছিলে, মা এটা তোমার ছেলের প্রথম Income আশীর্বাদ করো যেন এভাবেই এগিয়ে যেতে পারি ।

সেদিন সাথে কি এটা বলেছিলে যদি কোনোদিন কোনো মানুষ আমাকে ঠকিয়ে চলে যায় তাহলে তোমার ছেলে জীবনে আর এগোবে না ।

তাহলে আজকে এক মুহূর্তে কি করে তুমি এতটা ভেঙে পড়তে পারো, তুমি কি ভাবছো তুমি চোখের জল ফেললে কাজকর্ম ছেড়ে ঘড়ে বসে থাকলে সে ফিরে আসবে এই ভুল ধারনা থেকে বেরোও বস ।

যে তোমার পাশে থাকার সে হাজার অসুবিধার পরেও কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, আর যে চলে যাওয়ার তার জন্য একদিনের ঝগড়াই যথেষ্ট ।

কি মূল্য আছে এরকম সম্পর্কের যেখানে তোমার কোনো দাম নেই, তোমাকে Reality বলছি তুমি যদি তোমার জীবনে হওয়া ব্রেক আপ এর জন্য হেরে বসে থাকো সবাই তোমাকে Sympathy দেবে দুদিন তারপর তারও মুখ ফিরিয়ে নেবে ।

তুমি নিজের জীবনকে এভাবে Selfish এর মতো নষ্ট করতে পারো না, অনেক বড় কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছ তুমি তাও তুমি নিজেকে বোঝাতে পারছো না, এক কাজ করো উঠে গিয়ে সেই মানুষটাকে দেখো যে নিজের জীবনের আনেক কিছু Sacrifice করে শুধু তোমার খুশির জন্য সুন্দর একটা মেনু রান্না করছে, হ্যাঁ তোমার মায়ের কথা বলছি সে হয়তো বুঝতে পারছে না তোমার কেন মন খারাপ, কিন্তু এটা বুঝতে পারছে তুমি কোনো কারনে ভালো নেই ।

তাই যাতে তোমার মন ভালো হয় সেইজন্য সে হয়তো তোমার জন্য Special কোনো মেনু রান্না করছে, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা ।
ওটা নয় যেখানে Better কাউকে পেলে আগেরজন কে দিব্যি ভুলে যাওয়া যায় ।

তোমার মনের মধ্যে আগুন জ্বলছে তো সেটাকে নেভানোর দরকার নেই, কিন্তু সেটাকে নিজের Devlopment এর কাজে লাগাও Accept করো যে যাওয়ার সে গেছে ।
নিজেকে এতটা উন্নতির জায়গায় নিয়ে যাও যেন ভবিষ্যতে সে আফসোস করতে বাধ্য হয় সে সেদিন কেন ব্রেক আপ করেছিলাম, যেন একদিন যে তোমাকে আজকে কয়লা ভেবে ফেলে চলে গেছে তাকে ভাবতে হয় তুমি কয়লা ছিলেনা ছিলে হীরে ।
কিন্তু সে সেই হীরের যোগ্য ছিল না ।

দেখো ভালোবাসি বলা খুব সহজ কিন্তু ভালোবাসাকে ধরে রাখা খুব কঠিন ।
একটা কথা বলতো এমন কারো জন্য তুমি নিজের জীবন কেন নষ্ট করবে, যে তোমার কথা শোনান জন্য সামান্য কিছু সসয় দিতে পারে না ।
আমার তো মনে হয় আর একটা দিন ও তোমার মন খারাপ করে থাকা উচিৎ নয় ।

সময় এসেছে Move on করার নিজেকে বলো আমি পারবো ।
আর ওকে যতদিন না তুমি ক্ষমা করতে পারবে ওকে নিজের মনের মধ্যে রেখে দেবে, আজই ওকে ক্ষমা করো আর নিজের মন থেকেই ওকে বের করে দাও Move on করো ।

সময় এসেছে Move on করার নিজেকে বলো আমি পারবো….।

Leave a Comment