Business Ideas – মাত্র ১০০০ টাকার পুঁজিতে শুরু কোরুন মাসে লাভ 2০ হাজার

আপনি যদি সল্প সময়ের মধ্যে আর্থিক ভাবে সচ্ছল হতে চাউ তাহলে আপনাকে ব্যবসা করতে হবে কেননা চাকরি করে আপনি সল্প সময়ের মদ্ধে সচ্ছলতা আনা একটু কঠিন কাজ । তাই যদি সল্প মসয়ের মদ্ধে আর্থিক সচ্ছলতা আনতে হয় তার একটা পথ ব্যবসা ।

যদি ব্যবসা করে অল্প সময়ের মদ্ধে আর্থিক সচ্ছলতা আনতে চাউ তাহলে আপনাকে এমন একটি ব্যবসা শুরু করতে হবে যে ব্যবসা খুব কম মানুষ করে এবং বাজারে চাহিদা আছে । আর এর সাথে আপনার মুলধন বা পুঁজির দিকে লক্ষ রাখতে হবে সর্বদা তাই আমরা আজ এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসা আপনি সল্প পুঁজিতে শুরু করতে পারবে ।

কি ব্যবসা করবে

আজ যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটি হল মাশরুম চাষের ব্যবসা এই ব্যবসা খুব কম পুজিতে শুরু করা সম্ভব । আপনি যদি বাজারে একটু খোজ নিয়ে দেখো যে দেখবে বাজারে মাশরুময়ের চাহিদা সর্বদা তাঁর মেন কারন হল এর উপকারিতা প্রচুর যার কারনে ডাক্তার ও এই মাশরুম খাবার পরামর্শ দিচ্ছে ।
যদিওবা এখন অনেক মানুষ মাশরুম চাষ করছে এবং এই ব্যবসা করে লাভমান হচ্ছে । কিন্তু এখন ও প্রায় অনেক মানুষ আছে যারা যানেন না কিভাবে এই ব্যবসা শুরু করা যায় এবং কোথায় বিক্র করবেন এই সকল বিষয় নিয়ে আজ আমরা এই পোষ্টে আলোচনা করব ।

য়ারা জানেন না মাশরুম কী তাদের জন্য বলে রাখি মাশরুম এক ধরনের ছত্রাক যেটি ব্যাঙ এর ছাতার মতো দেখতে ।
মাশরুম চাষ সাধারনত গরম কাল বাদে সারা বছর করা সম্ভব । এই চাষে কম খরচার একটি কারন হল এই চাষে রাসায়নিক সার বা কীটানাশকের ব্যবহার হয় না । এই চাষ করতে খুব একটা বেশি জায়গা লাগবে না আপনার যদি কোন খালি ঘর থাকে আপিনি সেখানে শুরু করতে পারবে ।

কি কি প্রয়জন

প্রথমে এই চাষের জন্য আপনার দরকার মাশরুম বীজ দ্বিতীয় আপনাকে কাঠের গুঁড়ো, প্লাস্টিকের প্যাকেট, খড় ইত্যাদী দিয়ে বেড তৈরি করতে হবে ।
আপনি যদি এই মাশরুম চাষ করতে চান মাশরুম চাষের জন্য সরমার থেকে প্রশিক্ষন দেওয়া হয় আপনি খোজ নিয়ে প্রশিক্ষন নিতে পারেন ।

Leave a Comment