আপনি যদি সল্প সময়ের মধ্যে আর্থিক ভাবে সচ্ছল হতে চাউ তাহলে আপনাকে ব্যবসা করতে হবে কেননা চাকরি করে আপনি সল্প সময়ের মদ্ধে সচ্ছলতা আনা একটু কঠিন কাজ । তাই যদি সল্প মসয়ের মদ্ধে আর্থিক সচ্ছলতা আনতে হয় তার একটা পথ ব্যবসা ।
যদি ব্যবসা করে অল্প সময়ের মদ্ধে আর্থিক সচ্ছলতা আনতে চাউ তাহলে আপনাকে এমন একটি ব্যবসা শুরু করতে হবে যে ব্যবসা খুব কম মানুষ করে এবং বাজারে চাহিদা আছে । আর এর সাথে আপনার মুলধন বা পুঁজির দিকে লক্ষ রাখতে হবে সর্বদা তাই আমরা আজ এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসা আপনি সল্প পুঁজিতে শুরু করতে পারবে ।
কি ব্যবসা করবে
আজ যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটি হল মাশরুম চাষের ব্যবসা এই ব্যবসা খুব কম পুজিতে শুরু করা সম্ভব । আপনি যদি বাজারে একটু খোজ নিয়ে দেখো যে দেখবে বাজারে মাশরুময়ের চাহিদা সর্বদা তাঁর মেন কারন হল এর উপকারিতা প্রচুর যার কারনে ডাক্তার ও এই মাশরুম খাবার পরামর্শ দিচ্ছে ।
যদিওবা এখন অনেক মানুষ মাশরুম চাষ করছে এবং এই ব্যবসা করে লাভমান হচ্ছে । কিন্তু এখন ও প্রায় অনেক মানুষ আছে যারা যানেন না কিভাবে এই ব্যবসা শুরু করা যায় এবং কোথায় বিক্র করবেন এই সকল বিষয় নিয়ে আজ আমরা এই পোষ্টে আলোচনা করব ।
য়ারা জানেন না মাশরুম কী তাদের জন্য বলে রাখি মাশরুম এক ধরনের ছত্রাক যেটি ব্যাঙ এর ছাতার মতো দেখতে ।
মাশরুম চাষ সাধারনত গরম কাল বাদে সারা বছর করা সম্ভব । এই চাষে কম খরচার একটি কারন হল এই চাষে রাসায়নিক সার বা কীটানাশকের ব্যবহার হয় না । এই চাষ করতে খুব একটা বেশি জায়গা লাগবে না আপনার যদি কোন খালি ঘর থাকে আপিনি সেখানে শুরু করতে পারবে ।
কি কি প্রয়জন
প্রথমে এই চাষের জন্য আপনার দরকার মাশরুম বীজ দ্বিতীয় আপনাকে কাঠের গুঁড়ো, প্লাস্টিকের প্যাকেট, খড় ইত্যাদী দিয়ে বেড তৈরি করতে হবে ।
আপনি যদি এই মাশরুম চাষ করতে চান মাশরুম চাষের জন্য সরমার থেকে প্রশিক্ষন দেওয়া হয় আপনি খোজ নিয়ে প্রশিক্ষন নিতে পারেন ।