ছাতা কখোনোই বৃষ্টি থামিয়ে দিতে পারে না কিন্তু আমাদেরকে সাহায্য করে ওই বৃষ্টির মধ্যে দাড়িয়ে থাকতে তেমনি আত্মবিশ্বাস, সাহস আর হিম্মত এগুলো আমাদের জীবনে সফলতা এনে দেয়না কিন্তু আমাদেরকে শাক্তি দেয় জীবনের যেকোনো কঠিন কাজ করার জন্য ।
তুমি সফল হতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তবু তুমি সফলতা পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছ এটাই হলো সাহসিকতা তোমার দেখা প্রত্যেকটি স্বপ্ন সত্যি হবে যদি সেই স্বপ্নটি দাবি করার সাহস তোমার জধ্যে থেকে থাকে ।
ভুলে যেওনা এই পথে তুমি অনেক দূর এগিয়ে এসেছ এই পথটিকে বেছে দেওয়ার কারণেই তোমার মধ্যে কত পরিবর্তন এসেছে মনে করো সেই সময় গুলোর কথা যখন মনে হয়ে ছিল যে তুমি আর পারবেনা কিন্তু তুমি নিজেকে পুশ করে ছিলে ।

মনে করো সিই দিন গুলোর কথা যখন তুমি অনেক ভোরে বিছানা ছেরে ছিলে সেটা তোমার কছে অনেক কঠিন ছিল কিন্তু তবু তুমি করেছিলে মনে করো সেই মুহূর্ত গুলোর কথা যখন তোমার মন চাই ছিলো হার মেনে নিতে কিন্তু তুমি আরো একটা দিন দেখার অপেক্ষা করেছিলে ।
যদি তুমি তোমার জীবনে এরকমই পরিবর্তনের ঝড় না তোলো তাহলে তুমি সাধারণ হয়েই থেকে যাবে সধারণদের ভিড়ে মিশে যাবে সাধারণদের মত কাঝ করবে সাধারণদের মত ভাবনাচিন্তা করবে সাধারণদের মত স্বপ্ন দেখবে তারা যেখানে যায় তুমিও সেখানে যাবে তারা সেগুলো পছন্দ করে তুমিও সেগুলো করবে আর এগুলো করতে কোনো সাহসিকতার প্রয়জন পরেনা ।
সাহসিকতার প্রয়োজন পরে সবার থেকে ডিফারেন্ট হওয়ার জন্য সাহসিকতার প্রয়োজন পরে যখন তুমি তোমার থেকেও অনেক বড় একটা স্বপ্ন দেখো সাহসিকতার প্রয়োজন পরে যখন তুমি তোমার জীবনের একটি ভালো কিছু খুঁজে বার করো ।
অসফল সাধারণ মানুষ হয়ে থকার জন্য তোমাকে কিছুই করার দরকার পরবে না সোসাইটি তোমাকে সেটা বানিয়ে দেবে কিন্তু জীবনে একটা উচ্চ সফলতা আনতে হলে দরকার হয় সাহসিকতা দরকার হয় হিম্মত দরকার হয় বীরত্ব দরকার হয় মনবল ।
ধন্যবাদ ঈশ্বরকে আমার জীবনে এখন আনেক সমস্যা এসে দাঁড়িয়েছে ধন্যবাদ ঈশ্বরকে প্রতিটিদিন আমাকে বিভিন্ন কষ্ট সহ্য করতে হচ্ছে ধন্যবাদ ঈশ্বরকে আমাকে সাহয্য করার জন্য অমার পশে কেউ নেই কারণ এই সমস্যা গুলো সাথে মোকাবিলা করে এই বষ্ট গুলো সাথে লড়াই করে এখন আমি এতটাই সহসী হয়ে উটেছি যত বড়ই চ্যালেঞ্জ আসুক আমার সামনে তবু অমি ফিরে যাবনা সেই কাজ গুলো করতে যে কাজগুলো করলে সাধারণদের ভিড়ে আমার পরিচয় হারিয়ে যাবে ।
ভয়ের অনুপস্থিতিতে সাহস আসে এটা মোটেও না ভয়ের উপরে বিজয় হাসিল করলে তবে সাহসী হওয় যায়ে সাহসী সে নয় যে ভয় পায় না বরং সাহসী সে যে ভয়কে জয় করে ।
একজন ভালো লোক একটি ভালো কথা শেয়ার করেছিলেন আমার গ্র্যান্ড ফদার প্রতিদিন ১০ মাইল হেঁটে তিনি তার কর্মস্থলে যেতেন আমার ফাদার তিনি মটোর সাইকেলে চালিয়ে তার কর্মস্থলে যেতেন কিন্তু অমি এখন একটি কার চালিয়ে আমার কর্মস্থলে যাই তই আমার ছেলে মার্সিডিজ চালিয়ে তার কর্মস্থলে যাবে এবং আমার ছেলের ছেলে সে ফারারি চালাবে এবং তার ছেলে সে আবার পায়ে হেঁটে তার কর্মস্থলে যাবে ।
তখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন এরকম হবে তিনি উত্তর দেন……
Tough time create strong man Strong man create easy time easy time create weak man weak man create tough tiem tough tiem তোমার লাইফে আসে তোমাকে কষ্ট দিতে না তোমার লুকানো ক্ষমতা ও সম্ভাবনা গুলোকে উপলব্ধি করাতে তাই Tough time কে দেখিয়ে দাও তুমিও কম Tough নও ।
তুমি নিজেকে কখনোই Grow করাতে পারবে না যত সময় না তুমি লডেতে শিখবে ।