Mobile Phone Addiction Powerful Bangla Motivation Speech

মোবাইলের নেশা

মাত্র এক জেনারেশন আগে পর্যন্ত আমরা জানতাম যে মানুষের বাঁচার জন্য সবথেকে প্রোয়জনিও যে তিনটি জিনিস সেগুলো হলো ভাত, কাপড়, আর থাকার জন্য একটি ঘর ।

কিন্তু এখন এর সাথে আরো একটি জিনিস যুক্ত হয়ে গিয়েছে সেটা হলো Smart Phone ধনী হোক কিম্বা গরীব বাচ্চা হোক কিম্বা বড়ো সফল হোক কিম্বা অসফল আমরা প্রত্যেকেই Smart Phone পিছনে পাগল হয়ে যাচ্ছি ।

একটি Study এটা জানা গিয়েছে যে একটি সাধারণ মানুষ দিনে 140 বার নিজের মোবাইল চেক করে কে কোন স্ট্যাটাস লাগিলেছে আমি কোন স্ট্যাটাসটি লাগাব আমার স্ট্যাটাস কে কে দেখলো আমার ফটোতে কতগুলো লাইক আসলো কে কি কমেন্ট করেছে আর কেন করেছে।

এই সমস্ত জিনিস প্রতিদিন অমাদেরকে এমন একটি কাজে ব্যাস্ত করে কাখছে যে কাজের সঙ্গে আমাদের জীবনের উন্নতির কোনো যোগাযোগ নেই, এই পরিবর্তন হওয়া দুনিয়াতে সবকিছুই খবই দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে সেইসাথে মানুষ পাগল আর মোবাইল স্মার্ট থেকে আরো স্মার্ট হয়ে যাচ্ছে মোবাইল বড়ো থেকে বড়ো হয়ে চলেছে আর আমাদের দীমাগ ছোটো হয়ে যাচ্ছে ।

আজ সস্তা থেকে সস্তা মোবাইল সস্তা থেকে সস্তা ইন্টারনেট প্যাকেজ আমাদের ও আমাদের সময়কে সস্তা বানিয়ে দিচ্ছে মোবাইল তোমার সময় ও তোমার এনার্জিকে এমন ভাবে গ্রাস করে যেমন ভাবে একটি বড়ো শার্ক ছোটো ছোটো মাছ গুলোকে গ্রাস করে ।

বর্তমান সময়ে মোবাইল এমন একটি জিনিস যেটা তোমাকে সফল করে দিতে পারে আবার অসফলও বানিয়ে দিতে পারে মোবাইল এমন একটি জিনিস যেটা তোমার জীবনকে উন্নত করে দিতে পারে আবার বরর্বাতও করে দিতে পারে ।

এটা তোমার একটি ভালো বন্ধু হয়ে উঠতে পারে আবার তোমার শত্রুও হয়ে যেতে পারে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে এটার মাধ্যমে তুমি তোমার জীবনকে বানতে চাও নাকি বরর্বাত করতে চাও এটাকে বন্ধু বানাতে চাও নাকি এটাকে তোমার শত্রু করে তুলতে চাও ।

আমি তোমাকে মোবাইল ছেড়ে দেওয়ার কথা বলছি না আমি মোবাইলকে সঠিক ব্যাবহার করার কথা বলছি মাবইলের মাধ্যমে কাজ করে আজ মানুষ লখো কামাচ্ছে এর থেকে নলেজ নিয়ে জীবনে অনেক পরিবর্তন আনছে এটার সঠিক ব্যাবহার করে তাদের জীবনে সফলতাও আনছে আর সেখানে বেশ কিছু মানুষ এর ভুল ব্যাবহার করে রিজের জীবন বরর্বাত করে ফেলছে ।

সেই জন্য বন্ধু নিজের চিন্তাভাবনা আর অভ্যাস গুলোকে বদলাও যতক্ষণ না এই খারাপ অভ্যাস গুলোকে ছেড়ে ভালো গুলোকে তুমি আপন করবে ততক্ষন এই দুনিয়ার থেকে তুমি পিছেয়েই থাকবে মনেরেখো বন্ধু তোমার অভ্যেসই তোমার জীবন বানাবে আর তোমার জীবন অন্যদের ঘুম ওড়াবে মোবাইল তোমার আর তোমার লক্ষের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে ।

এটা তোমার সেই মূল্যবান সময় গুলোকে খরচ করে দেয় যে সময়ে তোমাকে পরিশ্রম করে সফল হওয়ার হয়ে থাকে এইজন্য মোবাইলের ফলতু কাজ গুলোকে ছাড়ো আর কেবলমাত্র গুরুত্বপূর্ন কাজগুলো করার জন্যই এটাকে ব্যাবহার করো কাজ করো, চেষ্টা করো পরিশ্রম করো, আর সময়ের সাথে লড়াই করো ।

Leave a Comment