যত রকম অজুহাত তোমার মাথায় আসে বাস্তবে সেগুলো সবই ,মিথ্যে তুমি হয়ত ভাবো এই ছোটো ছোটো অজুহাত গুলোর কারণে কিছুই এসে যায় না তোমার জীবনে এর কোনো প্রভাবই পরে না ।
না বন্ধু এটা ভুল ধারনা ভোরবেলা বিছানায় ঘুম ভাংঙার পর নরম বালিশ, ঠান্ডা হাওয়া, গরম কম্বল সব মিলিয়ে তখন তোমার সারা শরীর আরামে অবস হয়ে থাকে ওই বিছানা, বালিশ, কম্বল ওরা তোমাকে বলে সব ঠিক আছে আর কয়েক মিনিট আর কয়েক মিনিট এভাবেই শুয়ে থাক…।
এভাবেই শুয়ে থাক…।
কিন্তু না বন্ধু তুমি ওগুলো শুন না ওগুলো তোমাকে ঠকাচ্ছে তোমার সাথে চালাকি করছে তাকিয়ে দেখো অ্যালার্ম ক্লকটাকে ওটা বাজতে বাজতে বন্ধ হয়ে গিয়েছে ও তোমাকে উঠতে বলছে ও তোমাকে আরো একটু শক্তিশালী বানাতে চাইছে তাই তুমি ওর কথা শোনো আলিশি ত্যাগ করো মাঠে গিয়ে এক্রারসাইজ শুরু কর যাতে তুমি বাস্তবের সাথে লড়াই করতে পারো ।
কখনো কোনো সমস্যার সম্মুখীন হলে তুমি যেন সেখানে টিকে থাকতে পারো তুমি তোমার আবেগের কথা শুননা তোমার শরীনে যে গরম রক্তটি বয়ে চলেছে কিছু করে দেখানোর জন্য তোমার ভিতরে যে জিনিসটি ছটফট করছে যে তোমাকে বলছে চল ওঠ আর দেখিয়ে দে সবাইকে তুই কি করতে পারিস তুমি ওর কথা শোনো পরোয়া করো না তোমার মন তোমাকে কতটা ভয় দেখাচ্ছে দুর্বলতার সাথে কখনোই সর্ম্পক করো না দুর্বলতাকে দুমড়ে মুচড়ে বাইরে ছুড়ে ফেল ।

তুমি তোমার জীবনকে অতিবাহিত করবে বিভিন্ন কারণ আর বাহানা দিখিয়ে নাকি একের পর এক রেজাল্ট নিয়ে এসে তুমি তোমার সার জীবন অজুহাত দিয়েই কাটিয়ে যাবে নাকি জীবনে কিছু অর্জন করবে তুমি কি নানা রকম বাহানা দিয়ে নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখবে নাকি ওই অন্ধকার থেকে বেরিয়ে এসে সমস্যার সমাধান খুজবে ।
বিছানায় শুয়ে থেকে তুমি কখনোই নিজেকে তেজস্বী বানাতে পারবে না বাড়ি থেকে বাইরে বার হয়ে বাস্তবের মোকাবিলা করলে তবেই তোমার মধ্যে তেজ আসবে একদিন তুমি কোথায় প্রছাবে একদিন তুমি কেমন মানুষ তৈরি হবে এসব কিছুই করা সম্ভব হবে না যদি না তর শুরুটা আজ থেকে করো ।
Powerful bangla Motivation
আমি আমার জীবনে বড় কিছু করে দেখাবো এই এচ্ছাটা মাঝে মাঝে তোমার মধ্যে জেগে ওঠে তুমি উপরওয়ালার কাছে প্রর্থনা করো আমার জীবনে উন্নতি দাও কিন্তু উন্নতি আনান জন্য সাহস করে তুমি কখনো এক পা এগাওনা যদি সত্যিই তোমার মধ্যে চাহিদা থেকে থাকে যদি সত্যিই ওগুলো তোমার প্রয়োজন হয়ে থাকে যদি তোমার সংকল্পে দম থেকে থাকে তাহলে উঠাও পদক্ষেপ বাড়াও পা বেরিয়ে পরও রাস্তাতে ।
রাস্তায় হাজারো জিনিস থাকবে কিন্তু একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও আর একবার যেটা সংকল্প বানিয়ে নেবে সেটা অর্জন করতে পারবে কিনা এই নিয়ে নিজের উপরে বিন্দুমাত্র সন্দেহ রেখো না ।
সংকল্প যখন করেই নিয়েছ কখন নিজেকে কেন সন্দেহ করছো পরে যাবে অঘাত পাবে অসফল হবে আবার নিজেকে নতুন করে তৈরি করে নেবে কিন্তু প্রচেষ্টা করতে গিয়ে যে পরিশ্রম গুলো করেছ সেগুলো কখনোই ব্যার্থ যাবে না ।
জীবনের দেওয়া সমস্ত কষ্ট স্বীকার করে নাও যতগুলো খারাপ দিন দেখার আছে এক এক করে সব পেরিয়ে যাও ধীরে ধীরে একসময় তুমি অনুভব করবে তোমার সহ্য ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে তুমি আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছো তুমি করতে পারবে তোমার ভিতরে এই আত্রবিশ্বাসের জোয়ার এসে গিয়েছে আর তখন এটা বুঝে নিও তুমি বিজয়ী হবে ।