99% মানুষের সেগুলো করতে একদমই ভালো লাগে না যেগুলো করলে সে তার জীবনে বড় কিছু অর্জন করতে পারবে প্রত্যেকেই সর্গে পেঁছাতে চায় প্রত্যেকেই জান্নাতে যেতে চায় কিন্তু কেউই মরতে রাজি নেই তুমি ওটা করা বন্ধ করে দিয়েছ ওটা করতে তোমার ভালোলাগে না কারণ অল্প পরিশ্রমে তাড়াতাড়ি কিভাবে পাওয়া যাবে তুমি এরকম মাইন্ডসেট বানিয়ে নিয়েছ ।
কিন্তু বাস্তবে বড়ো কিছু করতে হলে সময়ের পরোয়া না করে দীর্ঘক্ষণ তোমাকে বসতে হবে একচুয়াল কাজটি করার জন্য যে জিনিস গুলো তুমি এচিভ করতে চাও সেই জিনিস গুলোই যারা ইতি মধ্যে এচিভ করে নিয়েছে এমন যাদেরকে আজ তুমি দেখো তারা এই জন্যই সেগুলো এচিভ করতে পেরেছে কারণ তারা তেগ করেছে তারা তাদের লাইফে discipline থেকেছে তাই তুমিও যদি তাদের মত সেগুলো এচিভ করতে চাও তাহলে বসে বসে খালি স্বপ্ন দেখে গেলেই হবে না তাদের মত তোমাকেও discipline থাকা শিখতে হবে ।
তেগ করার জন্য প্রস্তুত হতে হবে তুমি যেরকমটা চাও তোমার জীবনকে কখনোই সেরকম তৈরি করতে পারবে না যদি না তুমি নিজেকে তৈরি করতে পারো তোমার জীবনে কখনোই পরিবতন আসবে না যদি না তুমি নিজের মধ্যে পরিবর্তন নেয়ে আসতে পারো তুমি তোমার পরিস্থিতির বিরুদ্ধে লাড়াই করে কখনোই জিততে পারবে না যদি না নিজের মাইন্ডের সাথে লড়াই করে তুমি জিততে পারো ।

এই লেখাটি তোমরা যারা পোড়ছ জেতার জন্য তোমার প্রত্যেকেই প্রচেষ্টা করছ কিন্তু অসুবিধা হলো এটাই যে তোমরা নিজের 40% প্রচেষ্টা করছ 50% প্রচেষ্টা করছ 60 % প্রচেষ্ট করছ দেখো যদি তোমাকে সেটা পেতেই হয় আর যদি তুমি এখনও সেটা পেয়ে না থাকো তাহলে ওই 40, 50% প্রচেষ্টা করার মাইন্ডসেটটাকে বদলাও এবং আজ থেকে নিজের 100% দিয়ে তুমি কাজ করবে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো ।
রেজাল্ট কবে কি আসবে সেসব ভাবনাচিন্তা করা ছেড়ে দাও একটা বছর নিজের কাজের উপরে নিজের সফলতার জন্য নিজেকে নিজে 100% দিয়ে দেখো এক বছর পরে গিয়ে হিসাবে হবে তুমি কতটা দিলে আর কতটা পেলে তুমি সত্যিই ভালো কিছু পেতে চাও তাহলে shortcut খোঁজা বন্ধ করে দাও আর যাও গিয়ে অপ্রয়োজনীয় এলার্ম ক্লকটাকে আজ থেকে কাজে লাগাও একটি উন্নত জীবন পাওয়ার জন্য ।
নিশ্চয়ই সফলতা তুমি পাবে | Powerful Success Motivational Speech
নিজের হাতে কিছু ডিসিপ্লিন তৈরি করো যেগুলোকে তুমি প্রতিদিন মেনে চলবে ডিসিপ্লিন হলো সেই জিনিস যার মাধ্যমে জীবনে সমস্ত রকম ভালো গুণ আসে তুমি এখানে এভারেজ হয়ে থাকার জন্য মোটেও আসোনি তুমি এখানে এসেছ অসাধারণ কিছু করার জন্য অসফলতা লুজারদেরকে পরাজিত করে দেয় কিন্ত উইনারদেরকে অসফলতা আরো বেশি অনুপ্রাণিত করে তুমি তোমার কাজের পরিনাম পাচ্ছে না এই কারণের জন্য তুমি তোমার বেষ্ট দেওয়া বন্ধ করে দিওনা ।
নিজের ক্ষমতার সন্দেহ করা বন্ধ করো আরো বিশি করে পরিশ্রম করো এবং সেটা করে দেখাও তুমি করতে পারবে যেটা কেউই বিশ্বাস করেনি ।।