একাই সবার বাপ । Powerful Bangla Motivation

হ্যাঁ, এটা সত্য
যদি কাউকে জীবনে সফল বানাতে চাও তাহলে তাকে একা ছেড়ে দাও, তাকে তার পরিস্থিতির উপরে ছেড়ে দাও ধীরে ধীরে.. সে ঠিকই চলতে শিখে যাবে ।

চলতে চলতে কখনো কান্নাকাটিও করবে কখনো দুশ্চিন্তাও হবে কিন্তু শেষে সে একলাই বাঁচতে শিখে যাবে ।
জীবনে একা থাকার অভ্যেস তৈরি করো কারণ একান্তে থাকলে একাগ্রতা বারে আর একাগ্রতা বাড়লেই মানুষ উচ্চতায় ওঠে নিরিবিলি নির্জনতাই তোমাকে সঠিক দিশা দেখায় ঠিক বেঠিকের পরিচয় করায় ।

যদি তুমি খুজতে বার হও তাহলে দেখতে পাবে নিজের স্বপ্নকে নিয়ে যে যতটা সিরিয়াস তাকে তুমি ততটাই নিরিবিলি শান্তিতে দেখতে পাবে যখন তুমি একান্তে নিজের সাথে নিজে মেশো তখনই, জীবনের আসল শিক্ষা তুমি শেখো তখনই, তুমি বাস্তবকে জানতে শেখো ।

একাই সবার বাপ । Powerful Bangla Motivation
Powerful Bangla Motivation

হয়ত তুমি দেখেছ যখন মানুষ খুব দুঃখি হয় তখন সে সবার থেকে আলাদা হয়ে একলা থাকতে চায় কারণ একান্তে থেকে সে তার প্রশ্নের জবাব গুলো ভালোভাবে খুঁজতে পারে আর ঠিক । এইভাবেই জীবনের রাস্তাটাও একলা থাকার পরই খুঁজে পাওয়া যায় ।

যদি তুমি এখন সংঘর্ষের পথে থাকো তাহলে নিজেকে একলা করে নাও সারা দুনিয়ার চিন্তা ভুলে গিয়ে কেবল নিজের অস্তিত্বতে নিয়ে চিন্তা করো ।

কোথায় কি হচ্ছে তার সাথে আমার কোনো লেনাদেনা নেই আমি শুধু আমার মধ্যেই ডুবে থাকব আর ঠিক এই সময়ই তোমার অন্তরে নিজেকে নিয়ে নিজের স্বপ্নটিকে নিয়ে নিজের আগামী কালকে নিয়ে এক অদ্ভুত এনার্জি আসবে আর ওই এনার্জিই তোমাকে সফল বানাবে ।

বস….
যখন তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে তখনই সবার থেকে আলাদা কিচু ভাবতে পারবে আর এই আলাদা ভাবনার সাহায্যে তুমি নুতন নুতন পথ দেখেতে পাবে নুতন ঠিকানা নুতন গতি নুতন উদ্দেশ্য খুঁপে পাবে ।

একান্তে থাকা মানুষেরা অন্যদের থেকে একটু বেশিই শক্ত হয় কারন সে নিজেকে বুঝেছে নিজেকে জেনেছে আর যারা সর্বদা হট্টগোলের মধ্যে থাকে তারা খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় অতি শীঘ্রই ভেঙে পড়ে, করণ তারা নিজেকে কখনো জানেনি নিজের শক্তি, নিজের কমজোয়ারী গুলোকে কখনো দেখেনি ।

যদি একা থাকার অভ্যাস না থাকে তাহলে প্রথম, প্রথম তোমার দম বন্ধ হয়ে আসার মত হবে তোমার মনে হবে, এ আমি কি করছি তবে অভ্যাসটা ‍যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কে, কি বললো না বললো কে, কি ভাবলো না ভাবলো তাতে কিছুই এসে যায়না জীবনে কে আসলো কে গেলো তাতেও কিছু এসে যায়না ।
তুমি সর্বদা একই লক্ষ্যে একই উদ্দেশ্যে দিগন্তের পথে ছুটে যাবে ।

বস…
নিজের ভরসায় নিজের দমে নিজের জীবনকে বাঁচবে তবেই, জীবনে স্বাধীনতা পাবে, উদাহরণ দেখার সময় এখন আর নেই এবার, উদাহরন হওয়ার সময় এসেছে আর যদি এখন কিছু না করো তাহলে পরে গিয়ে কিছু করা আরো বেশি কঠিন হবে তাই যতটা পারো ততটাই নিজেকে একা রাখো যাতে তোমার প্রতিভা, ক্ষমতা দক্ষতা সব ঠিকরে বাইরে বেরিয়ে আসে আর িএই দক্ষ যজ্ঞে যদি তোমাকে কেউ বলে চল হাট, তোকে দিয়ে এসব হবে না তাহলে তার উপরে বলে দিও আমি তো করে নেব তুই সহ্য করতে পারবি না ।

Leave a Comment