প্রেমের চিঠি Premer Love Letter

প্রথম চিঠি

প্রিয় প্রেমি,
আমি কখনো তোমার হত ছুঁয়ে দেখিনি ।
কখনো একসাথে হাসিনি । কখনো
একসাথে কাঁদিনি । একসাথে কখনো
বৃষ্টিতে ভিজি নি । কখনো চুমু খাইনি
তোমার ঠোঁটে । তবু তোমায়
ভালোবাসি । কোন কিছু ছাড়াই
ভালোবাসবো,… মৃত্যু পর্যন্ত… মৃত্যুর
পরেও… আমি তোমাকে ভালোবাসি ।
তুমি ভালো থেকো ।

  …ইতি…
তোমার প্রেম

propose love letter in bangla
propose love letter in bangla

propose love letter in bangla

এই যে পাগলী, হ্যাঁ তোমাকেই বলছি
তুমি কি জানো এই পাগলটা তোমাকে কতটা ভালোবাসে
একদিন কথা না হলে,
এই পাগলটার দিন থমকে যায় জিবনে অন্ধকার নেমে আসে
তুমি রাগ করলে এই পাগলটা খুব কষ্ট পাই
এই পাগলটা যে তোমায় অনেক বেশি ভালোবাসে
অনেক বেশি ভরসা করে অনেক বেশি বিশ্বাস করে ।
তাই প্রতিটি মূহর্তে এই পাগলটা শুধু তোমাকে মিস করে
অনেক বেশি মিস করে ।

 

Leave a Comment