প্রিয়তমা,
প্রশুরুতেই তোমাকে জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা ।
ভালোবাসা কাকে বলে হয়তো আমি বুঝিনা । তবুও তোমাকে আমি ভালোবেসে ফেলেছি । কেন তোমাকে এতো ভালোবাসি সেটা বুঝতেই পাইনা । হয়তো কষ্টের ঝর্ণাটাকে পূর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি ।
প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লাগে । হয়তো তখনি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম । এখন তোমার কথা না ভেবে থাকতে পাইনা । তোমার মায়াবী চোখের সাগরে দেখেছি নীল জলরাশি ঢেউ, জানি শুধু জানবেনা কেউ । তোমার ওই মিষ্টি হাসি আমার খুব ভালো লাগে । তোমার জানালার পাশে লুকোচুরি আমার অনেক ভালো লাগে ।
আমি ভূলে যাই নিজেকে তবুও ভূলতে পারিনা তোমাকে । আমার অস্তিত্বে মিশে গেছে তুমি । প্রশ্ন করেও পাইনা কোন উত্তর আমার অন্তর আত্মার কাছে । ঠিক যেমনটা তুমিও কখনো জানতে পারবেনা, তোমার অন্তর আত্মার কাছে এই প্রশ্নের উত্তর । অযান্তে যদি কোন ভুল করে থাকি ক্ষমা করে দিও এই অদৃশ্যকে ।
আমি পারবোনা কোনদিন তোমাকে ভূলে যেতে ।
ইতি
তোমার প্রেম পিপাসু নগন্য এক মুসাফির