Propose Love Letter | Bangla Love Letter

প্রিয়তমা,
চাঁদকে ভালবাসি শুধু রাত পর্যন্ত, সূর্যকে ভালোবাসি দিন পর্যন্ত ।
ফুলকে ভালবাসি সুবাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালবাসি এবং ভালবাসবো শেষ নিশ্বাস পর্যন্ত ।

আমি তোমাকে অনেক ভালোবাসি । ভালোবাসা ছয় দিনের হয়, ছয় মাসের হয়, ছয় বছরেরও হয়, কিন্তু আমি তোমাকে সারাজীবন চাই । কখনও কখনও তোমাকে খুব কষ্ট দিই, কারন তোমাকে অনেক ভালোবাসি বলে নীরবে নিজেও কষ্ট পাই । ভালোবাসা অর্জন করার জন্য অনন্ত কালের দরকার নেই । এক মুহূর্তই এনাফ । আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই তোমার মুখের ছবি সবসময় আমার মনে ভাসে ।

যা কখনো মুছে ফেলা সম্ভব নয় । তুমি সর্বদা আমার মন জুড়ে অবস্থা করো, তুমি আমাকে হাজার কষ্ট দিলেও তোমাকে ভোলা সম্ভব নয় । ভালোবাসা শব্দটা সবসময় নতুন, কখনোই তা মলিন হয় না, এর রং ধূসর নয় কিংবা বর্নহীনও নয়, যা আছে তা রংধনুর রঙে রাঙ্গানো । হোক না সেটা অনেক বিভেদ, তারপরেও ভালোবাসা শুধুই ভালোবাসা । সবকিছুর পর বলবো শুধুই ভালোবাসি ।

Propose Love Letter Bangla

তুমি আমার চোখে সব সময় সুন্দর, তোমার দু চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে কোথায় না হারিয়ে ফেলে । সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার জন্য তোমাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন কেউ আমার চেয়ে বিশি তোমাকে ভালোবাসতে পারবে না । প্রিয়তমা আশা করি তুমি আমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবে এবং তুমি আমার জীবন সঙ্গী হবে । প্রিয়তমা কথা দিলাম আমার শেষ নিশ্বাসা অব্দি আমি তোমাকে ভালোবেসি যাব,

…..ইতি….
…..তোমার…

Leave a Comment