প্রথম ভালোবাসার চিঠি
প্রিয়তমা,
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়,
আমি তোমাকে ভালোবাসতে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় সারা জীবনের জন্য ।
কেমন আছো তুমি, আশা করি ভালো আছো । অনেকদিন ধরে আমার মনের কথাগুলো তোমাকে বলব বলব করে বলাই হয় না ।
তাই আজ আমি আমার মনের কথাগুলো বলতে চাই, এই চিঠিতে ।
ভালোবাসা কাকে বলে হয়ত বুঝি না । তবুও তোমার আমি ভালোবেসে ফেলেছি ।
অমি কেন যে তোমাকে এত বেসি ভালোবসি সেটা বুজতে পারি না । আমার প্রিয়তমা ভালোবাসা যদি পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হয় তাহলে আমি এটাকে জয় করবো কারণ আমি তোমার ভালোবাসি ।
প্রিয়তমা তুমি জানো না তোমার ওই কাজল চোখের প্রেমে পাগল হয়েছে আমার এইমন ।
প্রিয়তমা শুধু এক বার তোমাকে ভালোবাসার সুযোগ দাও আমাকে ।
আমি কখনোই আমার প্রিয় ভালোবাসার মানুষকে কষ্ট পেতে নিজে চোক্ষে দেখতে পারবো না ।
অনেক আশা নিয়ে, মনের কথা গুলো লিখেছি তোমার কাছে । তুমি আমাকে নিরাশ করিও না । আমি তোমার হ্যাঁ বোধক উওরের অপেক্ষায় রইলাম ।
ইতি
“তোমার প্রিয়”