প্রিয় প্রাক্তন, কেমন আছো তুমি ?
আজ তোমার কথা খুব বেশি মনে পড়ছে, কিন্তু আজ তোমার স্মৃতি ছাড়া আমার কাছে আর কিছুই নেই । তুমি আমাকে একা ফেলে চলে গেলে ।
সবাই বলে আমি নাকি আগের থেকে অনেক বদলে গেছি । তোমার অবহেলা আর কষ্ট আমাকে অনেক বদলে দিয়েছে । আমি কখনোই ভাবতে পারিনি এই ভাবে আমার জীবনটাকে বদলাতে হবে ।
মা বলতো আমি নাকি একটুতেই কেঁদে ফেলতাম এখন আমার যত কষ্টই হোক আর কাঁদি না ।
সব কিছু সহ্য করতে শিখে গেছি । আগে বলতে তুমি আমাকে ছাড়া একটা মুহুর্ত থাকতে পারবে না । এখন বেশ ভালোই আছো । ভালো থাকাটাই স্বাভাবিক তাই নায় কি ?
কারণ আমি তো তোমার জীবন থেকে সরে গেছি । ভালো থাকো অনেক বেশি ভালো থাকো । ভালো থাকুক আমার ভালোবাসা । ভালো থাকুক আমার প্রিয় মানুষটা ।
সবসময় এই প্রার্থনা করি ।