পড়াশোনাতে সবার সেরা হওয়ার জন্য একজন উপযুক্ত ছাত্র বা চাত্রী হওয়ার জন্য তোমার চূড়ান্ত লক্ষ্য এটাই হতে হবে রোজ রোজ, প্রতিটি দিন বিজয়ী হওয়ার দিন ।
আমি তোমাকে বলছি না তুমি সব কাজে বিজয়ী হও তোমার সব সাবজেক্টে তুমি সবার সেরা হও আমি তোমাকে বলছি যেকোনো একটি কাজে, একটি সাবজেক্টে তুমি মাষ্টার হও উইনার হও ।
উইনার মানে এই নয় যে কখনো ফেল করেনি উইনার মানে এই নয় যে কখনো হতাশ হয়নি উইনার মানে এই নয় যে কখনো ব্যার্থ হয়নি উইনার শব্দের অর্থ যে কখনো হাল ছাড়েনি ।
খারাপ থেকে ওতি খারাপ সময়েও যে কখনো বিশ্বাস হারায়নি ঝর, তুফান, বুষ্টি, হতাশা, নিরাশা, অপমান, লজ্জা সমস্ত আবহাওয়াতে সে লেগে ছিল, টিকে ছিল ।

উইনার দের মাইন্ডসেট একটাই খেলা যখন শুরু করেছি তখন শেষ করেই ছাড়ব পরিস্থিতি যেমনি হোক তাদের ফিলিং সর্বদা একই থাকে আমি জিতব, সর্বদা একটাই গান তাদের মনে বাজতে থাকে আমি জিতব আমি লরব আমি উন্নত হবো আমি অতিক্রম করব আমি জিতব আমি টিকে থাকব আমি প্রগতি করব আমি উঠে দাঁড়াব আমি এগিয়ে যাবো আমি বিশ্বাস করি নিজেকে তাই যতবারই আমি পরাজিত হই না কেন ততবারই আমি আবার একটা নতুন শুরু করব ।
হ্যা, অনেক বার আমি হেরেছি এটা আমার অতীত কিন্তু আমি জিতব একদিন, এটা নিশ্চিত উইনাররা মিনিমাম ফোকাস করে তাদের কি চাই উইনাররা ম্যাক্সিমাম ফোকাস করে সেটা পেতে গেলে তাকে কি করতে হবে ।
কারণ উইনাররা জানে যে মানুষের জীবনে উন্নতির বিকাশ তখনই ঘটে যখন সে অনকস্ফর্ট জনের মধ্যে থাকে যখন তুমি আরামদায়ক পরিস্থিতির মধ্যে থাকো তখন তোমার মধ্যে লড়াই করার ইমিউনিটি গ্রো করা বন্ধ করে দেয় তাই হাজার বার আমি তোমাকে কলেছি আজও বলছি এখানে কোনো সহজ রাস্তা নেই কোনো শর্টকার্ট নেই যদি তুমি সফল হতে চাও ।
পড়াশোনাতে A গ্রেড রেজাল্ট আনতে চাও তাহলে রোজ নিজেকে পুস করো রোজ আরো একটু ভালো হওয়ার চেষ্টা করো ।
The Next Level – WINNERS
The Next Level – CHAMPION
তারা কখনো কোনো কিছুতে complain করে না তারা কখনো comfortable কে বেছে নেয় না তারা continue রাখে রোজ নিজেকে push করা তারা continue রাখে রোজ uncomfortable situation সথে Deal করা ।