অতি সাধারণ গরিব ঘরের ছেলে আমি আমি স্বপ্ন দেখেছি একদিন অমিও অনেক কর্থের মালিক হবো সেই অর্থ দিয়ে আমার পরিবারের সমস্ত অভাব দূর করে দেবো আমি ।
আমি স্বপ্ন দেখেছি যে কাজটা আজ অমি করছি এই কাজে আমি সবার সেরা হবো একদিন ।
একদিন আমাকেও অনেক মানুষ চিনবে আমার কাজের মাধ্যমে একদিন আমিও বহু মানষকে অনুপ্রাণিত করব আমার সংঘর্ষের কাহিনী শুনিয়ে ।

একদিন আমিও বুক ফুলিয়ে গর্বের সাথে বলব হ্যাঁ আমি করতে পেরেছি যেটা আমি করব বলে ছিলাম সর্ব শক্তিমান ওই সৃষ্টি কর্তার প্রতি সেই বিশ্বাস রেখে নিজের উপরে নিজে ভরসা করে প্রচন্ড কষ্টের মধ্যেও পরিশ্রম করে যাচ্ছি আমি প্রতিটি দিন অসম্ভব মনে হওয়া প্রতিটি কাজকে সম্ভব বানানোর প্রচেষ্টা করে যাচ্ছি প্রতিটি মুহূর্ত ।
আমি সর্বদা কিশ্বাস রাখি দুটো জিনিসের উপরে এক নিজের কর্ম আর দ্বিতীয় ওই উপরে যিনি আছেন ।
আমি বিশ্বাস করি মন, প্রাণ, সততা আমি নিষ্ঠার সাথে কর্ম করে গেলে তিনি প্রত্যেককেই তার প্রপ্য উপহার দেন তিনি কাউসেই খালি হতে ফিরিয়ে দেন না ।
একদিন আমার এই দীর্ঘ অপেক্ষা শেষ হবে, একদিন আমিও জীবনে সফলতা পাবো আমি এই লড়াইতে হেরে গিয়ে কিছুতেই ফিরে যেতে পারব না আমাকে বিজয়ী হয়েই বাড়ি ফিরতে হবে ।
আমি জীবনে সফল হবো অনেক উন্নতি করব সেই দিনটি দেখার জন্য বহু বছর ধরে অপেক্ষায় বসে আছে আমার মা আমি মায়ের মুখে হাসি ফোটাতে চাই তার ছেলে অনেক বড়ো একটা কাজ করেছে আমি আমার মাকে এই গর্ব অনুভব করাতে চাই ।
ব্যার্থতাকে দেখে এখন আর আমি ভয় পাইনা কারণ সফল হওয়অর প্রচেষ্টা করতে গিয়ে জীবনে আমি এতবার ব্যার্থ হয়েছি যে এখন ব্যর্থতার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে একদিন অবশ্যই আমিও কিছু করে দেখাব এই বিশ্বাসটা আমার শরীরের প্রতিটি রক্তর ফোটায় মিশে গিয়েছে ।
সফলতার নেশা এখন আমার সারা শরীরে বয়ে বেড়াচ্ছে কিছু করে দেখানোর জোশ আমাকে পাগলের মত ঠেলে নিয়ে যাচ্ছে আমার লক্ষ্যের উদ্দেশ্যে আমিও সফল হবো এই আশা আমাকে দিনরাত অমানুষিক পরিশ্রম করাচ্ছে আমার স্বপ্ন গুলো সত্যি হওয়ার তাগিদে ।
প্রতিভা কিছু আছে কিনা আমি জানি না কিন্তু আমি প্রচুর পরিশ্রম করতে জানি, প্রতিভা কিছু আছে কিনা আমি জানি না কিন্তু আমি প্রচুর পরিশ্রম করতে জানি তাইত বহুবার ব্যার্থ হওয়ার পরও আজও আমি নিরাশ হয়ে যায়নি বহুবার হেরে যাওয়ার পরও আজও আমি হতাশ হয়ে যায়নি বহুবার পরাজিত হওয়ার পরও আজও আমি প্রচেষ্টা করা বন্ধ করে দেইনি ।।