Youth Motivational Speech | বাংলা মোটিভেশন

যে কাজ আমরা মন থেকে করি না তার রেজাল্টও আমাদের মন মতো আসে না । অসম্পূর্ণ মন থেকে করা কাজ আর যাই হোক কখনো সেরা কাজের জায়গা নিতে পারে না আমরা পড়তে তো বসি কিন্তু আমাদের মন কতটা সেই পড়ার মধ্যে থাকে আর সেই কারণেই না কোনো জিনিসকে ভালোভাবে মনে রাখতে পারি আর না সেটাকে ভালোভাবে বুঝতে পারি ।

দেখো অস্থির অসম্পূর্ন মন থেকে করা পড়াশোণা দিয়ে তুমি বেশি দূর এগাতে পারবে না আমি জানি ধৈর্য ধরে মনোযোগ সহকারে পড়াশোনা করতে গেলে একটু বেশি পরশ্রম লাগে তবে আজ যদি পরিশ্রম করার জন্য এগিয়ে না আসো তাহলে সারা জীবন বেধরক পরিশ্রম করে মরতে হবে আর নিশ্চয় তুমি সেটা করতে চাওনা ।

যদি আগের তুলনায় আজ নিজের পরিশ্রমের ক্ষমতাটা একটু বাড়িয়ে তোলো তাহলে পরিক্ষার রেজাল্টে নাম্বারের পরিমাণও অনেকটাই বেড়ে যাবে ।

Motivational Speech

এতদিন যতটা মেহনত করে এসেছ এখনও যদি ততটাই মেহনত করো তহলে এতদিন যে এভারেজ হয়ে থেকেছ আগেও সেই এভারেজ হয়ে থেকে যাবে । দেখো পরিশ্রম তো তোমাকে করতেই হবে হয় পড়াশোনা চলা কালীন নয়ত পড়াশোনা ছাড়া কালীন ।

যদি পড়াশোনা চলা কালীন পরিশ্রম করে নাও তাহলে পড়াশোনা ছাড়ার পর একটু দাদাগিরি করতে পারবে আর যদি পড়াশোনা চলা কালীন মজ মস্তি আরাম করে দিন কটিয়ে দাও তাহলে পড়াশোনা ছাড়ার পর লোকে তোমার উপরে দাদাগিরি ফলাবে ।

তাই এবার তুমি বেছি নাও তুমি কোন বয়সে পরিশ্রম করবে, বন্ধু সত্য এটা নয় যে ওই বইগুলো খুব কঠিন তাই আমরা সাহস করি না আরে ভাই সত্যি তো এটা যে আমরা সাহসই দেখাই না তাই বই গুলো কঠিন হয়ে যায় ।

৩ ঘন্টার একটা মুভি দেখার পর যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে মুভির কোথায় কি হয়েছিল কার কি নাম ছিল আমরা সব বলে দিতে পারব আমাদের সব মুখস্ত থাকে শুধু মনে থাকে না অঙ্কের পর্মুল গুলো সাইন্সের ইকুয়েশন গুলো ।

ওই যে প্রথমেই বলে ছিলাম না যে কাজ আমরা মন থেকে করি না তার রেজাল্টও আমাদের মন মতো আসে না তাই প্রতিটি ছাত্র ছাত্রীকে আমি চেলেঞ্জ দিয়ে বলছি মাত্র ৩০ দিন পড়তে বসার আগে রোজ একটা করে মোটিভেশন স্পিচ শোনো ৩০ দিনের মধ্যে পড়াশোনাতে যদি তোমার মতিগতী না ফিরিয়ে আনতে পেরেছি তোমার স্টাডিতে যদি ১% ও ইমপ্রুভ না আনতে পেরেছি তাহলে আমি মোটিভেশন স্পিচ লেখা বন্ধ করে দেব ।

যাক অনেক কথা হলো তবে এই শেষ পর্যন্ত যারা এই লেখাটি পড়ছ তোমরাই স্পেশাল সবাই না এই তোমাদের মধ্যেই কেউ না কেউ টপার হবে ।

Leave a Comment